ইসরায়েলে ১৮ থাই নাগরিক নিহত
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৯:৩৬
ইসরায়েলে ১৮ থাই নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের দখলকৃত এলাকায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১৮ জন থাই নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও ১১ জনকে অপহরণ করা হয়েছে। এর আগে সোমবার ১২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল থাইল্যান্ড সরকার।


যুদ্ধ এলাকা থেকে থাই নাগরিকদের উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী জাক্কাপং সাংমানি।


মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে তিনি জানান, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারও থাই নাগরিককে সরিয়ে নেয়ার ব্যাপারে কাজ করছে। থাই নাগরিকদের মরদেহ এখনো যুদ্ধ এলাকা থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি৷ ইসরায়েল বাহিনী আবারও এলাকাটির নিয়ন্ত্রণ না নেয়া পর্যন্ত মরদেহগুলো আনা সম্ভব হবে না। থাই নাগরিকরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখনও সরে আসছেন বলে জানান তিনি।


ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের হামলায় ইসরায়েলে নিহত থাইল্যান্ডের ওই নাগরিকদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।


ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করেন।


জাক্কাপং বলেন, থাইল্যান্ডের প্রায় ৩ হাজার নাগরিক দেশে ফিরে আসার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।


গাজা উপত্যকার শাসক দল হামাস গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে অতর্কিত হামলা চালালে প্রাথমিক পর্যায়ে ৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর নিহতের সংখ্যা বাড়তে থাকে। পরে পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলও। দুই পক্ষই ব্যাপক সংঘর্ষে জড়ায়।


এরই মধ্যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এক পর্যায়ে সোমবার গাজায় পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের হুমকি দেয় ইসরায়েল।


ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা উপত্যকার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।


২০০৭ সালে হামাস প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি বাহিনীর কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে ইসরায়েল এবং মিশর গাজার ওপর বিভিন্ন স্তরের অবরোধ আরোপ করে রেখেছে।


ইসরায়েল বলছে, হামাসের হামলায় নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৮৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি ৩ হাজার ৭২৬ জন আহত হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com