বিরোধী জোট সনাতন ধর্ম ধ্বংস করবে: মোদী
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১
বিরোধী জোট সনাতন ধর্ম ধ্বংস করবে: মোদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিধানসভা ভোটের আগে দেশটির মধ্যপ্রদেশ রাজ্যে গিয়েছেন মোদী। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমগুলোকে মোদি বার্তা দেন যে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সনাতন ধর্মকে ধ্বংস করবে। ওরা দেশকে হাজার বছরের দাসত্বের দিকে ঠেলে দিতে চাইছে।


বৃহস্পতিবার বীনা জেলার পেট্রোকেমিক্যাল প্রকল্প-সহ মোট ১০টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সন্ত রবিদাসের মন্দিরের শিলান্যাসের পরে আরও কিছু শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে প্রায় ৫০ হাজার কোটি টাকার পেট্রোকেমিক্যাল প্রকল্পের উদ্বোধনে যোগ দিতে গিয়ে মোদী বিরোধী জোটকে ‘ঘমন্ডিয়া’ (অহঙ্কারী) বলে খোঁচা দেন।


তিনি বলেন, ঘমন্ডিয়া জোট সম্প্রতি মুম্বাইয়ে বৈঠক করেছে। তাদের না আছে কোনো নীতি, না কোনো কর্মসূচি, না কোনো নেতা। তাদের সনাতন ধর্মকে আঘাত করার গোপন ছক রয়েছে। সনাতন ধর্মকে তারা ধ্বংস করতে চায়।


ইতোমধ্যেই সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপি নেতা-নেত্রীরা। সনাতন ধর্মকে অপমান করার অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এই আবহে মোদীর এমন সুকৌশল বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনার সঞ্জয় রাউত, কংগ্রেসের কমল নাথ, কেসি বেনুগোপালের মতো ‘ইন্ডিয়া’র নেতারা ইতোমধ্যেই প্রকাশ্যে জানিয়েছেন, কোনও ধর্মের প্রতি অবমাননা তাঁরা সমর্থন করেন না।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com