খুলশীতে কিশোর গ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেফতার ৭
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৭:০৬
খুলশীতে কিশোর গ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেফতার ৭
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), মোবাইল, কিরিচ, এসএস পাইপ, ভিকটিমকে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।


১৮ মে, শনিবার সকালে ইস্পাহানী ১নং গেইট পাহাড়ীকা পেট্রোল পাম্পের পিছন হতে তাদের গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।


ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭মে বিকাল ৩টার দিকে খুলশী থানাধীন নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন লোক হামলা করে ভিকটিম মো. আরিফ (১৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেন। পরে পার্শ্ববর্তী বাটা গলির বাহার সাহেব এর খালি জায়গায় নিয়ে যায়। পরে এক লাখ টাকা চাঁদা দাবি করে।


এ সময় কিশোর গ্যাং এর সদস্যরা ভিকটিমের পকেটে থাকা বিভিন্ন মডেলের ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তখন মোবাইল দিতে না চাওয়ায় আসামিরা এসএস পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ভিকটিমকে গুরুতর জখম করেন। ভিকটিমের ভাই- মো. রাকিব হোসেন (২০) ৯৯৯ কল করে বিষয়টি জানান।


খবর পেয়ে এসআই মো. নুরুল আবছারসহ খুলশী থানা পুলিশের একটি টিম বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আব্দুর রহমানকে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।


পরে ধৃত আসামিসহ আকবরশাহ্ থানাধীন ইস্পাহানী ১নং গেইট পাহাড়িকা পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী সহ ঘটনায় জড়িত মো রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মো. মেহেরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), মো. সাগর হোসেন (২৭), সাইফুল ইসলাম শান্ত (২৬) সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।


এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ধৃত আসামি কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীর দেওয়া তথ্য ও দেখানো মতে খুলশী থানাধীন বাটাগলির তাহের সাহেবের খালি প্লট হতে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।


বিবার্তা/জাহেদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com