সূর্যের পথে দ্বিতীয় ধাপ অতিক্রম করছে আদিত্য এল-১
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩
সূর্যের পথে দ্বিতীয় ধাপ অতিক্রম করছে আদিত্য এল-১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী এক অবস্থান থেকে সূর্যের কোরোনা স্তর এবং আলোরশ্মি পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১ মহাকাশযান। সেখান থেকে একাধিক নতুন বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন।


সফলভাবে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান আদিত্য। প্রথম কক্ষপথে ২৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে নতুন ২২ হাজার ৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে এই সৌরযান।


আগামী ১০ই সেপ্টেম্বর সৌরযানটি তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা-ইসরো। এভাবেই ধীরে ধীরে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে সৌরযানটি।


ইসরোর বেঙ্গালুরু ও পোর্ট ব্লেয়ার গ্রাউন্ড স্টেশন থেকে জানানো হয়েছে, ১ হাজার ৪৮০ কেজি ওজনের এই সৌরযানটি তিন-চারটি কক্ষপথ ঘোরার পর পৃথিবীর আকর্ষণ-বিকর্ষণের বাইরে চলে যাবে। তারপর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি তথ্য পাঠাবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com