টাইফুন হাইকুই: অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭
টাইফুন হাইকুই: অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হাইকুই। বিকেলে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি। এ কারণে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।


এদিকে, টাইফুন সাওলার প্রভাবে চীনের গুয়াংডনে ২ জনের প্রাণহানির খবর মিলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে হংকংয়েও।


অন্যদিকে, ভারতের ওড়িশা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।


ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন হাইকুই। ঝড়টি স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই প্রবল ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেসব এলাকা থেকে প্রায় ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে সকল অভ্যন্তরীণ ফ্লাইট।


এদিকে, টাইফুন সাওলার প্রভাবে চীনের গুয়াংডনে এখনও ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে হতাহতের খবরও পাওয়া গেছে। উপকূলীয় এলাকার কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা।


সাওলার প্রভাবে হংকংয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। কিছু এলাকায় গাছপালা ভেঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


অন্যদিকে, শনিবার হারিকেন ইডালিয়ার আঘাতে বিধ্বস্ত ফ্লোরিডার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com