দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন ১৮ ডাকাতকে গুলি করে হত্যা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩
দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন ১৮ ডাকাতকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে বন্দুকযুদ্ধে ১৮ জন সন্দেহভাজন ডাকাতকে হত্যা করেছে পুলিশ। শুক্রবার দেশটির লিমপোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজন ডাকাতরা নিহত হন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।


দক্ষিণ আফ্রিকার সর্ব উত্তরের প্রদেশ লিমপোপোর মাখাদো এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।


আলজাজিরা জানিয়েছে, সন্দেহভাজনরা ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) নামে একটি নগদ অর্থ বোঝাই ট্রাক ডাকাতির পরিকল্পনা করছিল বলে ধারণা করা হয়েছিল। সন্দেহভাজনদের বিরুদ্ধে আরও কিছু প্রদেশে ডাকাতির অভিযোগ রয়েছে।


মাখাদোর বন্দুকযুদ্ধের স্থান থেকে দেশটির পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেছেন, সন্দেহভাজনরা ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) লুটের পরিকল্পনা করছিলেন। তারা অন্যান্য প্রদেশেও একই ধরনের অপরাধের সাথে জড়িত।


মাসেমোলা বলেন, ‘এই চক্রটি লিমপোপো প্রদেশ, এমপুমালাঙ্গা ও গুয়েটাং শহরের কয়েকটি সিআইটি লুটের সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি।’


তবে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর ওই বন্দুকযুদ্ধ প্রায় ৯০ মিনিট ধরে স্থায়ী ছিল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com