লিবিয়ায় তীব্র হয়ে পড়েছে সহিংস বিক্ষোভ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:৪০
লিবিয়ায় তীব্র হয়ে পড়েছে সহিংস বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাংগুশ এর বৈঠকের প্রতিবাদে লিবিয়ায় বিক্ষোভ তীব্র হয়েছে। এ বৈঠকের কথা প্রকাশ হওয়ার পর দেশটির রাজধানী ত্রিপলিসহ বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষুব্ধ লোকজন রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এবং টায়ারে আগুন দেয়। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্ক স্থাপনের পথে প্রথম এবং ঐতিহাসিক একটি পদেক্ষপ। কিন্তু লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের অফিস থেকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী মাংগুশ দেশদ্রোহিতা করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবা তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।


ইসরাইলি সরকারের পক্ষ থেকে লিবিয়ার মন্ত্রীর সাথে সাক্ষাতের খবর ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কারণ কেউই কখনো ধারণাই করেনি যে, লিবিয়ার মত চরম বৈরি দেশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে ইসরায়েল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com