বাজারে আসছে ভারতের তৈরি প্রথম দূরপাল্লার রিভলবার 'প্রবাল'
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ২১:০৮
বাজারে আসছে ভারতের তৈরি প্রথম দূরপাল্লার রিভলবার 'প্রবাল'
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো দূরপাল্লার রিভলবার বাজারে আনছে ভারত। “প্রবাল” নামে রিভলবারটি ৫০ মিটার দূর থেকে লক্ষ্যে আঘাত হানতে পারবে। উত্তর প্রদেশে কানপুরের সরকারি মালিকানাধীন ‘অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া লিমিটেড’ (এডব্লিউইআইএল) এ রিভলবার তৈরি করেছে। স্বাধীনতা দিবসের দিনে এ কথা ঘোষণা করে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।


প্রতিবেদনে বলা হয়, ৩২ বোরের হালকা ওজনের এ রিভলবার ৫০ মিটার দূর থেকে লক্ষ্যে আঘাত হানতে পারবে; যার পাল্লা অন্যান্য রিভলবারের চেয়ে দ্বিগুণ বেশি।


নারীরা এই রিভলবার তাদের হাতব্যাগে বহনের পাশাপাশি নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবেন।


এডব্লিউইআইএল- এর পরিচালক একে মুরিয়া বলেন, এ রিভলবারের সাইড সুইং সিলিন্ডার আছে। এর ওজন মাত্র ৭০০ গ্রাম এবং লম্বায় ১৭৭.৬ মিলিমিটার। এটির ট্রিগার টানাও খুব সহজ।


তিনি বলেন, আগামী ১৮ আগস্ট থেকে প্রবালের বুকিং শুরু হবে এবং সাধারণ নাগরিকরা লাইসেন্স দেখিয়ে এ অস্ত্র কিনতে পারবে।


২০২১ সালে কানপুরের আরমাপুরে প্রতিরক্ষা পণ্য উৎপাদনে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান এডব্লিউইআইএল যাত্রা শুরু করে।


প্রতিষ্ঠানটি ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে ৬,০০০ কোটি রূপির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কার্যাদেশ পেয়েছে। যার মধ্যে ৩০০ সারাং কামান তৈরির অর্ডারও আছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com