সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:৩১
সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। স্ক্যান্ডানেভিয়ান এই দেশটির রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে এক বিক্ষোভকারী কোরআন পুড়িয়ে দেয়ার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান।


একই সঙ্গে ঘটনার জন্য সুইডিশ সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


তেহরান বলছে, যদিও সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে ইরানের পক্ষ থেকে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে তবে এই মুহূর্তে ইরান তা স্থগিত করতে যাচ্ছে।


সূত্রটি স্পষ্ট করে বলেছে, কোরআন পোড়ানোর প্রতিবাদেই ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে।


এর আগে সুইডেনে অভিবাসন গ্রহণকারী এক ইরাকি নাগরিক গত বুধবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে অগ্নিসংযোগ করেন এবং কয়েকটি পৃষ্ঠা ছিড়ে ফেলেন। এসময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল এবং এ কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।


সুইডিশ পুলিশ বলছে, আয়োজকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয়া হয়েছে। কারণ সুইডিশ আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক না।


এদিকে কোরআন পোড়ানোর ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ওআইসির জরুরি বৈঠক ডাকার জন্য ইরান প্রস্তাব দিয়েছে।


এছাড়াও তেহরানে কর্মরত সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।


সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা অতীতেও ঘটেছে। এ ঘটনার জেরেই সুইডেনের ন্যাটোতে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। ফলে আজও ন্যাটোভুক্ত হতে পারেনি ইউরোপের দেশটি।


তবে সুইডিশ রাজনীতিকরা কোরআন পোড়ানোর সমালোচনা করলেও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে দৃঢ়ভাবে রক্ষা করে তারা।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com