ওয়াগনার দেশদ্রোহিতার কাজ করেছে: পুতিন
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৪:৪৪
ওয়াগনার দেশদ্রোহিতার কাজ করেছে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর সশস্ত্র বিদ্রোহ দেশদ্রোহিতার শামিল, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


যারা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছিল তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পুতিন।


ভাষণে পুতিন বলেন, ‘তিনি রাশিয়াকে রক্ষা করার জন্য সবকিছু করবেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’


ওই শহরেই রুশ সামরিক বাহিনীর সদর দফতর দখল করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।


এ বিষয়ে আল জাজিরার প্রতিনিধি আলি হাসেম রুশ -নিয়ন্ত্রিত দোনেৎস্ক থেকে বলেছেন, পুতিনের ভাষণে এটা স্পষ্ট যে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে এখন থেকে "রাষ্ট্রের শত্রু" হিসেবে দেখা হবে।


তিনি আরও বলেন, রোস্তভের সামরিক সদর দফতর দখল একটি বড় ইস্যু। কারণ এটা ইউক্রেন-বিরোধী রুশ অভিযানের সামরিক সদর দফতর।


তিনি বলেন, ওয়াগনার প্রধান বর্তমানে ইউক্রেনের যুদ্ধের দায়িত্বে রয়েছেন। এরপরও তিনি রুশ সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করেছেন। এই নতুন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে সেটাই এখন দেখার বিষয়। তবে দোনেৎস্ক শহরে আমরা ভিন্ন কোনো তৎপরতা দেখতে পাইনি।


সূত্র : আল-জাজিরা


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com