ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৪
ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরাইলের রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। দ্য জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ব্যাপক বিক্ষোভের কারণে রবিবার (২৪ এপ্রিল) দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু।


বিগত কয়েক মাস ধরেই নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে আসছেন দেশটির বিক্ষুদ্ধ জনতা। এতে একদিকে যেমন সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছেন নেতানিয়াহু, তেমনি তার সরকারের ওপর চাপ ও জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি নেতানিয়াহু। ফলে ক্ষোভ আরও বাড়ছে ইসরায়েলে।


তেল আবিবে শনিবার বিক্ষোভে নেতানিয়াহুর মুখের ওপর ‘অপরাধমন্ত্রী’ লেখা একটি ব্যানার দেখা যায়। এ ছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে। তেল আবিবের সমাবেশ থেকে ইহুদি নারীদের জাতীয় কাউন্সিলের প্রধান শিলা কাটজ বলেন, এটি শুধু তথাকথিত বিচারিক সংস্কার সম্পর্কে বিক্ষোভ নয়, এটি গণতন্ত্রের বিষয়।


প্রসঙ্গগত, নেতানিয়াহুর সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেয়ার ক্ষমতা দিয়ে প্রস্তাব এনেছে৷ বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। বিক্ষোভকারী জনতারা দাবি করছেন, এই প্রস্তাব পাস হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com