অরুণাচলের ১১ স্থানের নাম পরিবর্তন করলো চীন!
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:১০
অরুণাচলের ১১ স্থানের নাম পরিবর্তন করলো চীন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম নতুন করে দিয়েছে চীন। এর জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বেইজিংয়ের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং থাকবে।


এক বিবৃতিতে তিনি বলেছেন, চীন এই প্রথমবার এমন চেষ্টা করেছে তা নয়। আমরা এটিকে সরাসরি প্রত্যাখ্যান করি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।


চীন যেসব স্থানের নাম পরিবর্তন করেছে তারমধ্যে রয়েছে পর্বতশৃঙ্গ, নদী এবং আবাসিক এলাকা। তৃতীয়বারের মতো চীন অরুণাচল প্রদেশে এমন নাম পরিবর্তন করল। এর আগে ২০১৭ সালের এপ্রিল এবং ২০২১ সালের ডিসেম্বরে চীন নাম পরিবর্তন করেছিল।


রবিবার চীনের নগর বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার নির্দিষ্ট নিয়ম মেনে অরুণাচল প্রদেশের (চীন বিজ্ঞপ্তিতে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে) কয়েকটি ভৌগোলিক এলাকার নামকরণ করা হয়েছে। অর্থাৎ, এবার থেকে চীনা মানচিত্রে অরুণাচলের ওই জায়গাগুলোর নাম মান্দারিনের অক্ষরে লেখা থাকবে।


২০২০ সালের এপ্রিল-মে থেকে ভারত ও চীনের সীমান্ত সংঘাত তীব্র হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত শুরু হয়। সেই সংঘাতের রেশ ধরে গালওয়ানে সংঘর্ষ হয়েছিল। এতে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। চীনের অনেক সেনাও নিহত হন বলে দাবি ভারতের। পরবর্তীতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের বৈঠকের পর কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এরইমধ্যে অরুণাচল সীমান্তেও সংঘাত শুরু হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস


বিবার্তা/নিলয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com