আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৫
আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই মাস পর বিশ্বের শীর্ষ ধনীর খেতাবে ফিরলেন ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে অবস্থান করছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।


বর্তমানে ইলনের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।


গত বছরের ডিসেম্বরে ইলনকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা অর্জন করেছিলেন ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। তবে ব্লুমবার্গ জানায়, সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে ইলনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়।


সিএনএন বলছে, কিনে নেওয়া টুইটার ও প্রযুক্তির বাজারে মন্দার কারণে গত বছর টেসলার শেয়ারের দাম আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছিল। তাছাড়া গত বছর ১৬ হাজার ৫০০ কোটি ডলার খুইয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সম্পদ হারানোর রেকর্ড করেন ইলন মাস্ক।


২০২২ সালের ডিসেম্বরে টুইটারসহ নানা ইস্যুতে মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে নেমে আসে। গত বছর টেসলা অন্তত ৭০০ বিলিয়ন ডলার সম্পদ হারায়। এর আগে এত কম সময়ে এত বেশি সম্পদ হারানোর রেকর্ড আর নেই।
ইলন মাস্ক ও আর্নল্টের পরেই রয়েছেন ১১ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক জেফ বেজোস। আর ১১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com