এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৩৫
এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইন্টারন্যাশনাল কোম্পানি একসঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে। শতকরা হিসেবে বলা যায়, মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলছে গুগল।


যুক্তরাষ্ট্রে অ্যালফাবেট ইন্টারন্যাশনালের মূল কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব শাখা কার্যালয়ের কর্মীরা আছেন এই চাকরিচ্যুতদের তালিকায়।


শুক্রবার এক দাপ্তরিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যালফাবেট ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী সুন্দর পিচাই। বিবৃতিতে বর্তমান বৈশ্বিক অর্থনীতির কঠিন পরিস্থিতিকে কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।


সুন্দর পিচাই বলেন, ‘বর্তমানে আমাদের একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তের যাবতীয় দায়দায়িত্ব স্বীকার করে নিচ্ছি।’


ছাঁটাই হওয়া কর্মীদের ইমেইল ঠিকানায় ইতোমধ্যে তাদের চাকরিচ্যুতির সংবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন তাদের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুতির কয়েক দিন পরই এ পদক্ষেপ নিল অ্যালফাবেট।


গত বছর অক্টোবর থেকেই অবশ্য ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কোম্পানি। ইতোমধ্যে অ্যামাজন ছাঁটাই করছে ১৮ হাজার কর্মী, মেটা ১১ হাজার কর্মী, মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে, সেলসফোর্স ৮ হাজার কর্মীকে, এইচপি ৬ হাজার কর্মী, টুইটার ৩৭০০ কর্মী এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।


বিবার্তা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com