১৪টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৫
১৪টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীন মহাকাশে আরও ১৪টি নতুন স্যাটেলাইট (উপগ্রহ) উৎক্ষেপণ করেছে। দেশটি এসব স্যাটেলাইট উৎক্ষেপণে নিজেদের তৈরি লং মার্চ-২ডি রকেট ব্যবহার করে। এসব তথ্য জানিয়েছে চীনা সরকারি গণমাধ্যম।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, এসব রকেট উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।


পরে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কিলু-২ ও কিলু-৩ নামের স্যাটেলাইটসহ অন্য সবগুলো স্যাটেলাইট তাদের পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে। এ সময় মোট ১৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।


দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত লং মার্চ রকেট সিরিজ ব্যবহার করে মহাকাশে ৪৬২টি উৎক্ষেপণ মিশন পরিচালনা করা হয়েছে।


সাম্প্রতিক সময়ে চীন তাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে এগিয়ে থাকতে মহাকাশে তাদের কার্যক্রম বাড়িয়েছে। দেশটির কৃষি, প্রতিরক্ষা ও জলবায়ু খাতে স্যাটেলাইট প্রযুক্তি ব্যপকভাবে ব্যবহৃত হয়।


বিবার্তা/বর্ষা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com