শিরোনাম
ইসরাইলে ঢুকছে আরো ৫০০ আফ্রিকান ইহুদি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:০৯
ইসরাইলে ঢুকছে আরো ৫০০ আফ্রিকান ইহুদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরো কয়েকশ’ ইহুদিকে আফ্রিকা থেকে সেখানে নিয়ে গেছে। ইসরাইলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে ৫০০ ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরইমধ্যে ইসরাইলে এসে পৌঁছেছে। খবর ফার্স নিউজের।


ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরণের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরাইলে এনেছে দখলদারেরা।


তবে ইসরাইলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন, তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে।


সম্প্রতি ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, খুব শিগগিরই ইথিওপিয়া থেকে শত শত ইহুদি ইসরাইল এসে পৌঁছাবে। বেন গুরিয়ান বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানানো হবে।


ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।এখনো ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com