
আরো ৪ বছর ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে তিনি এ ঘোষণা দেন। খবর সিএনএনের।
ট্রাম্প বলেন, আমরা আরো চার বছর ক্ষমতায় থাকছি। এই চার বছরের মেয়াদ ২০২১ এর জানুয়ারিতে শুরু হবে। আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরো ৪ বছর থাকছি। আমরা আরো চারবার এ ধরনের অনুষ্ঠান করব। কিন্তু তাদের এটি পছন্দ হচ্ছে না। সৎভাবে যদি বলি, এটি খুবই লজ্জার ব্যাপার।
এর আগে রবিবার ফক্স টিভিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কিছুতেই নির্বাচনে পরাজয় মানবেন না। ছয় মাসেও তার এই মনোভাবের পরিবর্তন হবে না।
৪৫ মিনিটের ওই সাক্ষাৎকার নির্বাচনে কারচুপির অসংখ্য অভিযোগ করলেও কোনো অকাট্য প্রমাণ বা যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হন এই রিপাবলিকান নেতা।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]