
ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট আকারের তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা। রবিবার (২৯ নভেম্বর) ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের সিনাইয়া তেল শোধনাগারে দুটি রকেট আঘাত হানে। এর ফলে শোধনাগারে আগুন ধরে যায় তবে তা নিভিয়ে ফেলা হয়েছে।
আইএস জঙ্গিরা হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দুটি কাতিউশা রকেট দিয়ে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।
ইরাকের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দমকলবাহিনী তেল শোধনাগারের ফুয়েল ট্যাংকের আগুন নেভাতে সক্ষম হয়েছে। শিগগিরই তেল শোধনাগারের কার্যক্রম আবার শুরু করা হবে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]