শিরোনাম
কারাবাখ সীমান্তে মেকানাইজড ব্রিগেড মোতায়েন করেছে ইরান
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ২১:২০
কারাবাখ সীমান্তে মেকানাইজড ব্রিগেড মোতায়েন করেছে ইরান
আন্তর্জতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় কারাবাখ সীমান্তে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করেছে ইরান।


রবিবার (২৫ অক্টোবর) আইআরসিসি পরিচালিত সেপাহ নিউজ জানিয়েছে, ইরানের খোদা আফারিন ও জুলফা এলাকায় ট্যাংক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদিসহ ইমামেজামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।


আইআরজিসি’র একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব সেনা মোতায়েন করা হয়।


গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে পাঁচ হাজারে বেশি মানুষ মারা গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com