শিরোনাম
যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আচরণের জবাব দেয়া হবে: রাশিয়া
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১৯:৩০
যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আচরণের জবাব দেয়া হবে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ। খবর তাসের।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার পাল্লা রাশিয়া ফেডারেশন পর্যন্ত পৌঁছায় যার ফলে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।


তিনি বলেন, শুক্রবার আমি নিশ্চিত তথ্য পেয়েছি যে, মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এবং আমি বলি যে, এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


তিনি বলেন, মার্কিনিরা মনে করেন, তারা অস্ত্র প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তারা বিশ্বাস করেন যে, আগের নীতি অনুসরণ করে রুশ অর্থনীতিকে গভীর খাদের মধ্যে ফেলতে পারবেন। কিন্তু এই পথ বিপজ্জনক বরং সংলাপ জরুরি। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে অন্তত অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন ব্যক্তির উচিত অস্ত্র প্রতিযোগিতা ছেড়ে সংলাপের বিষয়টিকে সামনে আনা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com