
ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হলেও মিয়ানমারকে সামরিক খাতে সহায়তা করে আসছে বেশ আগে থেকেই। এবার সেই ধারাবাহিকতায় মিয়ানমারকে একটি কিলো ক্লাস সাবমেরিন দিচ্ছে ভারত।খবর টাইমস অব ইন্ডিয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে। এটিই মিয়ানমারের নৌবাহিনীর প্রথম ও একমাত্র সাবমেরিন।
১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]