শিরোনাম
ভারতে করোনায় একদিনে ৮১৬ জনের মৃত্যু
প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ১৩:৩৬
ভারতে করোনায় একদিনে ৮১৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৫০ জন।


সোমবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।


ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৭৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ লাখ ২০ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৪৯ হাজার ৫৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ হাজার ৫৫৯ জন।


করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৪০ হাজার ৩৪৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ২৫২ জন, কর্ণাটকে ৯ হাজার ৯৬৬ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ৩৯৪ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ২২৪ জন, দিল্লিতে ৫ হাজার ৭৬৯ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৬২২ জন।


বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com