শিরোনাম
হিজবুল্লাহ'র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫
হিজবুল্লাহ'র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে এ বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।সতর্কতার জন্য এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তবে শক্তিশালী বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।


সীমান্ত এলাকায় হিজবুল্লাহ’র সঙ্গে প্রায় সময়ই সংঘাতে জড়িয়ে পড়ে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা নিশ্চিত করেনি।


এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি রাসায়নিক গুদামে প্রথমে আগুন, এরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুদামটিতে ২ হাজার ৭৫০ টন বিপজ্জনক রাসায়নিক অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ছয় বছর ধরে মজুত ছিল বলে জানা গেছে। শক্তিশালী ওই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় গোটা শহরের অর্ধেক। এতে প্রাণ হারান প্রায় ২০০ মানুষ, আহত হন অন্তত সাড়ে ছয় হাজার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com