শিরোনাম
ভূমধ্যসাগর থেকে জাহাজ প্রত্যাহার করেছে তুরস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪
ভূমধ্যসাগর থেকে জাহাজ প্রত্যাহার করেছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান পরিচালনার জন্য মোতায়েন করা জাহাজ প্রত্যাহার করেছে তুরস্ক।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে দেয়া বক্তৃতায় এ কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান।


এরদোগান বলেন, গ্রিসকে কূটনৈতিক অবকাশ দেয়ার লক্ষ্যে গবেষণা জাহাজ প্রত্যাহার করা হয়েছে। এজন্য পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে তবে এ কাজ আবারো শুরু করা হবে বলে জানিয়েছেন এরদোগান। তিনি জানান, জাহাজটিকে মেরামতের জন্য ফিরিয়ে আনা হয়েছে।


গত আগস্ট মাসে তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে একটি জরিপ জাহাজ পাঠায়। জাহাজটি গ্রিসের কাস্তেলোরিজো দ্বীপের কাছে তেল-গ্যাস অনুসন্ধান করছে।


গ্রিস বলছে, তার পানিসীমায় অবৈধভাবে তুরস্ক এ তৎপরতা চালাচ্ছে। তবে, তুরস্ক বলছে- তা নিজের পানিসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এটি তার বৈধ অধিকার।


এ নিয়ে দু'দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এবং ইউরোপের বেশিরভাগ দেশ তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com