শিরোনাম
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ২১:০৩
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে মারা গেছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৮৩, মারা গেছেন ৭ লাখ ২৫ হাজার ৬৮ জন।


অবস্থা আশঙ্কাজনক ৬৪ হাজার ৯৪৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৯, মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৮ জনের।


করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৫০ লাখ ৯৮ হাজার ৪০৫, মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১১২ জন।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫২১, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯ লাখ ৬৭ হাজার ১৬৫, মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭০২ জনের।


বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৫৫ জন। একই সময়ে মারা গেছেন ৯৪০ জন। এ নিয়ে দেশটিতে টানা ৯ দিনে ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।


ভারতে রোগীর সংখ্যা ২১ লাখ ৮ হাজার ৭৯৫, মারা গেছেন ৪২ হাজার ৭৯৮ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় রোগীর সংখ্যা ৮ লাখ ৮২ হাজার ৩৩৫, মারা গেছেন ১৪ হাজার ৮৫৪ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com