
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনের মৃত্য হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ৩৭ হাজার ৩৬৪ জন মারা গেছেন। রবিবার (২ আগষ্ট) ভারতীয় সংবাদমাধ্যগুলো থেকে এ তথ্য জানায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৫০ হাজার ৭২৩। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন।
দেশটিতে গত এক সপ্তাহেরও ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]