শিরোনাম
ভারতে ক্রেন ভেঙে নিহত ১১
প্রকাশ : ০১ আগস্ট ২০২০, ১৮:২৫
ভারতে ক্রেন ভেঙে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে ক্রেন ভেঙে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী জগন মোহন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।


অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহরে অবস্থিত হিন্দুস্তান শিপ ইয়ার্ডে লিমিটেড। জাহাজের মেরামত, সাবমেরিন নির্মাণের পাশাপাশি উপকূলীয় কাঠামোর নকশা ও নির্মাণের জন্য এটি সরকারই দেখভাল করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com