শিরোনাম
ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি
প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ২০:২৩
ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের মসজিদুল আকসায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধকারী সংগঠন হামাস।


মঙ্গলবার (১৪ জুলাই) হামাসের পক্ষ থেকে এক বিশেষ বার্তায় বলা হয়েছে, আল আকসার ওপর কোনো আঘাত হলে তা যুদ্ধকে উসকে দেবে। তারপরও ইসরাইল এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইলে তাদের মনে রাখা উচিত, আগ্রাসন কখনও স্থায়ী হয় না এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।খবর মিডলইস্ট মনিটরের।


ইসরাইলের এক আদালতের পক্ষ থেকে পবিত্র মসজিদুল আকসার ‘বাব আর রহমহ’ নামক দরজা বন্ধ করার ঘোষণা আসার পরিপ্রেক্ষিতে হামাস এমন বার্তা প্রকাশ করে।


বার্তায় আরো বলা হয়েছে, উল্লিখিত দরজা বন্ধের ফলে মসজিদুল আকসার নির্ধারিত স্থান ও সময় মুসলিম ও ইহুদিদের জন্য উম্মুক্ত থাকার সিদ্ধান্তটি ব্যহত হবে।


আল আকসা মসজিদের ইমাম ও খতিব শায়খ মুসতফা সাবরি বলেন, ফিলিস্তিনের অধিবাসী ও মুসলিমদের জন্য ইসরাইলের আদালতের নির্দেশনা মান্য করা জরুরি নয়।মসজিদ সর্বদা খোলা থাকবে। তা বন্ধ করার অধিকার কারো নেই। মসজিদুল আকসার অভ্যন্তরীন কোনো বিষয়ে ইসরাইলের আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারে না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com