শিরোনাম
আফগানফেরত আরো এক মার্কিন সেনার আত্মহত্যা
প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৫:৪৪
আফগানফেরত আরো এক মার্কিন সেনার আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগান ও ইরাক যুদ্ধের ঘটনায় মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। সম্প্রতি নতুন করে আরো এক মার্কিন সেনা আত্মহত্যা করেছেন।


মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, মাস্টার সার্জেন্ট অ্যান্ড্রু ক্রিশ্চিয়ান মার্কেসানো নামের এক মার্কিন সেনা সদস্য গত ৬ জুলাই নিজের স্ত্রীর সামনে আত্মহত্যা করেন। ছয়বার আফগানিস্তানে মোতায়েন এবং বিদেশে যুদ্ধ মিশনে ছয়বার পাঠানোর পর তিনি এই আত্মহত্যা করেন।


সম্প্রতি আফগানিস্তান থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরেছেন তিনি। তার পেন্টাগনে চাকরি শুরু করার কথা ছিল। আ্যন্ড্রু ক্রিশ্চিয়ানের তিন সন্তান রয়েছে এবং তিনি সক্রিয় সদস্য হিসেবে মার্কিন বাহিনীতে কর্মরত ছিলেন।


অ্যান্ড্রু ক্রিশ্চিয়ানের কয়েকজন বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন বলছেন, ২০০৯ সালে আফগানিস্তানের আরগান্দাব উপত্যকায় ভয়াবহ যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে আ্যন্ড্রু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।


জরিপ থেকে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করে থাকেন এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com