শিরোনাম
বিশ্বে একদিনে ২ লক্ষাধিক করোনা রোগী শনাক্তের রেকর্ড
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ২০:২১
বিশ্বে একদিনে ২ লক্ষাধিক করোনা রোগী শনাক্তের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাসে বিশ্বে প্রথমবারের মতো একদিনে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে।


জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৮১ হাজার ২৬৫ জন। মারা গেছেন ৫ লাখ ৩১ হাজার ৬৯ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৬০ লাখ ৭০ হাজার মানুষ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৩২৬ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছিলো মঙ্গলবার।


জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে শুধু আমেরিকা মহাদেশে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোতে। এছাড়া ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনাক্ত হয়েছে প্রায় ২৮ হাজার।


বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ লাখ ৩৯ হাজার, মারা গেছেন ১ লাখ ২৯ হাজারের বেশি।


এর পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন। মারা গেছেন ৬৪ হাজার ২৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন, মারা গেছেন অন্তত ১০ হাজার রোগী। আর ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। মারা গেছেন ১৯ হাজার ২৬৮ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com