শিরোনাম
রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিলো ইইউ
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৫:৪৩
রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিলো ইইউ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একটি ত্বরিত পর্যালোচনা প্রক্রিয়া শেষে গুরুতর কোভিড-১৯ রোগীর চিকিৎসায় শর্তসাপেক্ষে অ্যান্টিভাইরাল রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিলো ইউরোপীয় কমিশন (ইইউ)। করোনার চিকিৎসায় এটাই হতে যাচ্ছে এই অঞ্চলের প্রথম স্বীকৃত থেরাপি।


এক সপ্তাহ আগে ইউরোপিয়ান ওষুধ সংস্থা প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছিল, যারা নিউমোনিয়ায় ভুগছেন এবং অক্সিজেন প্রয়োজন।


ইইউ এমন সময়ে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিলো যখন এর উৎপাদনকারী কোম্পানি গিলিয়াড সায়েন্সেস আগামী তিন মাসের জন্য তাদের সব অ্যান্টিভাইরাল যুক্তরাষ্ট্রকে সরবরাহ করেছে। তাতে করে বিশ্বে এর ঘাটতি দেখা দেওয়া অস্বাভাবিক নয়।


এর আগে কেবল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনা চিকিৎসার স্বীকৃত থেরাপি হিসেবে রেমডেসিভির ব্যবহারের অনুমতি দেয়। এবার সংযুক্ত ২৭টি দেশে পর্যাপ্ত রেমডেসিভির সরবরাহ করতে ইইউ আলোচনা শুরু করেছে গিলিয়াডের সঙ্গে। শুক্রবার ওষুধ প্রস্তুতকারক কোম্পানি জানায়, এরই মধ্যে জাপান, তাইওয়ান, ভারত, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত করোনা চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করছে।


বিবার্তা/আদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com