শিরোনাম
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বিশ্বের ২ লাখ মানুষ
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১১:০৬
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বিশ্বের ২ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতি করোনার প্রথম ধাক্কাই সয়ে উঠতে পারছে বিশ্ব। ইতিমধ্যে যার শিকার এক কোটি প্রায় ৮ লাখ মানুষ। এর মধ্যে গত একদিনেই ভাইরাসটি শনাক্ত হয়েছে বিশ্বের প্রায় ২ লাখ মানুষের দেহে। আর করোনার কবলে পড়ে পৃথিবী ছেড়েছেন ৫ লাখ ১৮ হাজারের বেশি ভুক্তভোগী। যদিও প্রায় সাড়ে ৫৯ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।


এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।


বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৯৮ হাজার ৮ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৭ লাখ ৯৫ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৪ হাজার ৮৪৭ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৫৮ জনে ঠেকেছে।


এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭১৩ জন।


ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৫৩ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৬০ হাজার ৭১৩ জনে ঠেকেছে।


আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৪ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।


দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ ছয় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে ৬ লাখ ৫ হাজার ২২০ জন মানুষ করোনার শিকার। প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৮৪৮ জনের।


যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ১৩ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা ৪৩ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।


এদিকে, নিয়ন্ত্রণে আসা স্পেনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৭৩৯ জন মানুষ।


সংক্রমণ ২ লাখ ৮৮ হাজারের বেশি লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৯ হাজার ৮৬০ জনের। চিলিতে সংক্রমণ ২ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৫ হাজার ৭৫৩ জনের।


ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪০ হাজার ৭৬০ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৭৮৮ জন মানুষ।


সংক্রমণেও মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার মেক্সিকো। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ ২ লাখ ৩২ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে সাড়ে ২৮ হাজারের বেশি মানুষের।


ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩০ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৯৫৮ জনের। দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ১৩ হাজার ৪৭০ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৫ জনের।


তুরস্কে সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনার ভুক্তভোগী ২ লাখ ১ হাজার ৯৮। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১৫০ জনের।


আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, বুধবার (১ জুলাই) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৮৮৮ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬২ হাজারের বেশি মানুষ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com