শিরোনাম
ভারতে একদিনেই ১৮ হাজারের বেশি করোনা শনাক্ত
প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১১:৫৮
ভারতে একদিনেই ১৮ হাজারের বেশি করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন। এ সময়ের মধ্যে করোনায় আরো ৫০৭ জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি গোটা দেশে ক্রমেই জটিল হয়ে উঠছে।


বুধবার (১ জুলাই) সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৫ হাজার ৪৯৩য়ে গিয়ে দাঁড়িয়েছে। দেশে এদিন সকাল পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ১১৪। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৯৭৯ জন।


আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এদিন সকাল পর্যন্ত দেশে করোনায় মৃত বেড়ে ১৭ হাজার ৪০০।


ভারতে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৭৪ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ৭ হাজার ৮৫৫ জনের মৃত্যু হয়েছে।


মহারাষ্ট্রের পর করোনার সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে এখনও পর্যন্ত ৯০ হাজার ১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।


সংক্রমণের নিরিখে তামিলনাড়ুর পরেই রয়েছে রাজধানী দিল্লি। দিল্লিতে বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৩৬০। রাজধানীতে করোনায় মৃত হয়েছে ২ হাজার ৭৪২।


করোনা মোকাবিলায় দিল্লিই প্রথম প্লাজমা ব্যাংক তৈরি করেছে। যা নিয়ে অবশ্য আপত্তি তুলেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com