
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে করাচিতে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনও অভিযান চলছে।
হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত পাঁচটি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]