শিরোনাম
ভারত সীমান্তে সামারিক মহড়া শুরু করেছে চীন
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৮:৫০
ভারত সীমান্তে সামারিক মহড়া শুরু করেছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর পূর্বাঞ্চলীয় ভারত সীমান্ত এলাকা তিব্বতে সামারিক মহড়া চালিয়েছে চীন। মহড়ায় ড্রোন, যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনীর প্রস্তুতির সরঞ্জাম বিস্ফোরক সামগ্রি ব্যবহার করা হয়েছে।খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।


চীন এমন সময় তিব্বতে এই মহড়া চালিয়েছে যখন ভারতের সাথে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে। চীন ও ভারত ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত বহুবার সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে বৈঠক করেছে। এখন পর্যন্ত সেইসব আলোচনা চূড়ান্তভাবে সফল হয়নি।


চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে মনে করে এবং ওই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করলেও নয়াদিল্লি তা মেনে নেয়নি। ওই অঞ্চলের যে নব্বুই হাজার কিলোমিটার এলাকাকে চীন নিজেদের বলে দাবি করে ভারত তাকে নিজেদের অরুণাচল প্রদেশ বলে অভিহিত করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com