শিরোনাম
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ০২ জুন ২০২০, ২২:২৬
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৪ লাখ ৫ হাজার মানুষ।মারা গেছে তিন লাখ ৭৮ হাজার ১৮৩ জন।


এর মধ্যে শুধু আমেরিকাতেই মারা গেছে এক লাখ ছয় হাজার ৯৯০ জন। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রিটেন রয়েছে আমেরিকার পরেই। সেখানে মারা গেছে ৩৯ হাজার ৪৬ জন।আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।


রাশিয়াতে এ পর্যন্ত মারা গেছে পাঁচ হাজার ৩৭ জন এবং আক্রান্ত হয়েছে চার লাখ ২৩ হাজার ৭৪১ জন।এখানো বিশ্বের বহু দেশে করোনার নতুন সংক্রমণ ঘটছে। জার্মানিতে নতুন করে ২১৩ জন করোনা রোগী শণাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে আট হাজার ৫২২ জন। এছাড়া, জাপানে নতুন ৩০ জন করোনা রোগী শণাক্ত করা হয়েছে। গত তিন সপ্তাহের মধ্যে এই প্রথম জাপানে একদিনে ৩০ জন রোগী শণাক্ত করা হলো।


এদিকে, নিউজিল্যান্ড সরকার আগামী সপ্তাহে দেশে সব ধরনের করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পরিকল্পনা নিয়েছে। তবে দেশের সীমান্ত বন্ধ থাকবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com