শিরোনাম
ইসলামী ব্যবস্থা প্রভাবশালী আন্তর্জাতিক খেলোয়াড় হয়ে উঠেছে : ইরান
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৬:০৬
ইসলামী ব্যবস্থা প্রভাবশালী আন্তর্জাতিক খেলোয়াড় হয়ে উঠেছে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের নবনির্বাচিত মজলিসের (সংসদ) স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ।রবিবার (৩১ মে) মজলিসের আনুষ্ঠানিক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।


বাকের কালিবাফ বলেন, কৌশলগতভাবে আরো শক্তিশালী হয়েছে ইসলামী ব্যবস্থা।ইরান এমন এক সময়ে হুমকির মুখোমুখি হয়েছে যখন নতুন ইরানী সংসদ ক্ষমতা গ্রহণ করেছে। ইতোমধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে সমস্যাগুলি সমাধানের কাজ শুরু করা হয়েছে।


তিনি বলেন, এই সত্যটি আজ অনস্বীকার্য যে, চার দশক ধরে আকাঙ্ক্ষা থেকে সরে না গিয়ে শত্রুদের প্রতিরোধ করেছে ইরান। ইরানের আঞ্চলিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি উদ্ধত শক্তিগুলির বিরুদ্ধে ইরানকে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com