শিরোনাম
বিশ্বব্যাপী ৬০ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
প্রকাশ : ৩০ মে ২০২০, ০৯:১৯
বিশ্বব্যাপী ৬০ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র ছয় মাসের মধ্যেই বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। গত বছরের শেষদিন চীনের উহানে প্রথমবার শনাক্তের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।


করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩০ হাজার ২৯৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৮০৯ জন।


বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৩০ লাখ ৪ হাজার ২৩৫ জন। এদের মধ্যে ৫৩ হাজার ৭৩৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।


বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।


মাত্র কয়েকদিনেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৭ হাজার ৮৭৮ জন।


করোনা সংক্রমণের শীর্ষ পাঁচে থাকা বাকি দেশগুলো হচ্ছে রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য। রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন, মারা গেছেন ৪ হাজার ৮৩৪ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের এবং যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ২২২ জন, মৃত্যু ৩৮ হাজার ১৬১ জনের।


আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্পেনে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ব্রাজিলে ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন, রাশিয়ায় ১ লাখ ৫৯ হাজার ২৫৭ জন। এছাড়া, জার্মানিতে ১ লাখ ৮৩ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০০ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com