শিরোনাম
পাকিস্তানে বিধ্বস্ত বিমানে মিললো ৩ কোটি রুপি
প্রকাশ : ২৯ মে ২০২০, ১৩:৩১
পাকিস্তানে বিধ্বস্ত বিমানে মিললো ৩ কোটি রুপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের করাচিতে বিধ্বস্ত হওয়া বিমান থেকে ৩ কোটি রুপি উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। তদন্তকারী ও উদ্ধারকারী কর্মকর্তারা বিমানের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন দেশের মুদ্রা মিলিয়ে ৩ কোটি রুপী উদ্ধার করেছে।


দুইটি ভিন্ন ব্যাগ থেকে এই অর্থ উদ্ধার করা হয়েছে। তবে এই পরিমাণ অর্থ কিভাবে বিমান থেকে উদ্ধার করা হলো সে বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে কতৃপক্ষ। এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহত ৪৭ টি মৃতদেহ শনাক্তকরণ শেষ হয়েছে এবং ৪৩ টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। করাচিতে গেল সপ্তাহে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৯ জন যাত্রীর ৯৭ জন মারা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তিনবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা দিয়ে পরে আবাসিক এলাকাটির ওপর আছড়ে পড়ে বিমানটি। তবে বিধ্বস্ত হওয়ার আগের দিনই বিমানটি ওমানের রাজধানী মাস্কট থেকে উড়াল দিয়ে নিরাপদে লাহোরে পৌঁছায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com