শিরোনাম
ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ৯০ হাজার
প্রকাশ : ১৭ মে ২০২০, ১১:১৫
ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ৯০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চব্বিশ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেখলো ভারত। তাতে দেশটিতে মোট আট আক্রান্ত ছাড়িয়ে গেছে ৯০ হাজার। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।


রবিবার (১৭ মে) সকালে টাইমস অব ইন্ডিয়া রাজ্যগুলো থেকে পাওয়া উপাত্ত তুলে ধরে জানায়, ভারতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯০ হাজার ৬৭৪ জন। দেশটিতে আক্রান্ত সংখ্যা ৮০ হাজারের ঘর থেকে ৯০ হাজারে পৌঁছাতে সময় লেগেছে মাত্র দুই দিন!


রবিবার সকালে দ্য হিন্দু জানিয়েছে, কভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২২৫ জন।


দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটে একদিনে ১ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। টেস্টের পরিধি বাড়ানোয় গুজরাটে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে।


মহারাষ্ট্রে করোনার দাপট আগের মতোই অব্যাহত আছে। একদিনে ওখানে আক্রান্ত ১ হাজার ৬০৬ জন। সেই সঙ্গে মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যুও হয়েছে। মহারাষ্ট্রের ৬৭ মৃত্যুর ৪১ জনই মুম্বাই শহরের।


তৃতীয় রাজ্য হিসেবে মোট আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে গুজরাটে, ১০ হাজার ৯৮৯ জন। এই তালিকায় সবার ওপরে মহারাষ্ট্র, ৩০ হাজার ৭০৭ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ১০ হাজার ৫৮৫ জন।


এছাড়া মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীরেও আক্রান্তের সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে।


ভারত জুড়ে ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৪৫ জন কভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে রাজ্যগুলো থেকে পাওয়া তথ্যে জানা গেছে। তাতে মোট সুস্থতা দাঁড়াল ৩১ হাজার ৮৭৩ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৩৫ শতাংশ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com