শিরোনাম
ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
প্রকাশ : ০৫ মে ২০২০, ১৩:০৫
ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। এ দিন আগেকার রেকর্ড ভেঙে তিন হাজার ৯০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৩৩ জনে।


মঙ্গলবার (৫ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনের ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল দুই হাজার ৬৪৪ জন। এটা হয়েছিল গত ৩ মে শেষ ২৪ ঘণ্টায়। কিন্তু মঙ্গলবার এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। এ দিন প্রায় চার হাজার রোগী শনাক্ত হয়েছেন।


ভারতের কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বলছে, করোনাভাইরাস শনাক্তে দেশে এখন পর্যন্ত ১১ লাখ ৯০ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৪৩৩ জনের। এরমধ্যে আবার মৃত্যু হয়েছে এক হাজার ৫৬৮ জনের।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com