
ইরানে করোনা থেকে মুক্তি পেতে উচ্চ-ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করে ৬০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ হাসপাতালে ভর্তি প্রায় ৩ হাজার৷
মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানায় ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি৷
তাসনিম নিউজ এজেন্সিকে তিনি জানান, সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে। এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
ইরানে মরণঘাতি ভাইরাসে আক্রান্ত ৬২,৫৮৯৷ আর মারা গেছে ৩,৮৭২ জন৷ এখনো পর্যন্ত চিকিৎসকরা করোনাভাইরাসের কোনো নিরাময় আবিষ্কার করতে পারেননি৷ কেবলমাত্র এই ভাইরাসে আক্রান্তদের উপসর্গগুলি চিহ্নিত করা গেছে৷
ইরানের কমপক্ষে ৩১ জন সাংসদ করোনায় আক্রান্ত৷ কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে যে, করোনা সংক্রমণের বিস্তার রোধে সামাজিক দূরত্বের নির্দেশ মানছেন না অনেক সাংসদই৷ এরপরই দেশে একমাসের জন্য লকডাউন ঘোষণা করেছেন ইরান সরকার৷
এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]