শিরোনাম
করোনায় মৃত্যু, সড়কেই মরদেহ ফেলে যাচ্ছেন স্বজনরা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১১:৪৮
করোনায় মৃত্যু, সড়কেই মরদেহ ফেলে যাচ্ছেন স্বজনরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে বাড়িতে কেউ মারা গেলে শেষকৃত্যের ব্যবস্থা করতে না পেরে প্রিয়জনের মরদেহ সড়কেই রেখে যাচ্ছেন অনেকে।


দেশটির করোনা নিয়ন্ত্রণ টাস্কফোর্স জানায়, তারা সড়ক থেকে প্রতিদিন শতাধিক মরদেহ সংগ্রহ করছেন।


স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অনেক পরিবার তিন-চারদিন ধরে প্রিয়জনের মরদেহ নিয়ে বাড়িতে অপেক্ষা করছেন, কখন ফরেনসিক টিম এসে সেটি সরিয়ে নেবে।


গত সপ্তাহে গুয়াইয়াকুইলের কাউন্সিলর আন্দ্রেস গুশমার জানান, তখন পর্যন্ত চার শতাধিক মরদেহ বিভিন্ন বাড়ি থেকে বের করেছে কর্তৃপক্ষ। স্থানীয়দের হিসাবে, তালিকাভুক্ত আরো সাড়ে চারশ’র বেশি মরদেহ বের করার অপেক্ষায় আছে।


উল্লেখ্য, দেশটিতে মহামারির কেন্দ্রস্থল গুয়াইয়াকুইল শহর। সারাদেশের প্রায় ৭০ শতাংশ রোগীই এ অঞ্চলের।


সরকারি হিসাবে, ইকুয়েডরে এখন পর্যন্ত ৩ হাজার ১৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ১২০ জন। তবে সংশ্লিষ্টরা জানান, অনেকেই বিনা পরীক্ষায় মারা গেছেন। আগামী কয়েক সপ্তাহে সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্চে। সূত্র: আনাদোলু এজেন্সি


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com