শিরোনাম
দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ০৮:৫১
দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের চিকিৎসায় খুব দ্রুত অ্যাভিগ্যান ওষুধ অনুমোদন দিতে যাচ্ছে জাপান। দেশটির ফুজিফিল্ম হোল্ডিংস এই ওষুধ প্রস্তুত করেছে।


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার বলেন, ফ্লুর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধ অ্যাভিগ্যান যেন করোনার চিকিৎসায় ব্যবহার করা যায়, সে জন্য এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সরকার।


তিনি বলেন, বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার লক্ষণ পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক দেশ এই ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।


জাপানে এখনো পর্যন্ত এক হাজার ৮৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন নতুন ১৭৩ জন। মারা গেছেন ৫৪ জন।


প্রসঙ্গত, করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com