শিরোনাম
গাছ কোয়ারেন্টিনে থেকে আলোচনায় ৭ যুবক!
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১০:৪৯
গাছ কোয়ারেন্টিনে থেকে আলোচনায় ৭ যুবক!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লকডাউনের আগে আগে চেন্নাই থেকে পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি ফিরে সাত যুবক গাছের ওপর কোয়ারেন্টাইন থেকে আলোচনায় এসেছেন। পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেরুয়া পঞ্চায়েতের ওই সাত বাসিন্দাকে অবশ্য পুলিশের তাড়া খেয়ে নামতে হয়েছে।


ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মাস কয়েক আগে চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন তারা। কোনোরকমে সেখান থেকে নিজেদের গ্রামে ফেরেন। গ্রামে ফিরেই থানায় যান তারা। এর পর সোজা হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ, থাকতে হবে ১৪ দিনের সঙ্গনিরোধে। তাতেই বিপাকে পড়েন ওই যুবকেরা। গ্রামে আলাদাভাবে থাকার ব্যবস্থা নেই। শেষমেশ উপায়ও বের করে ফেলেন গ্রামবাসীরা!


হাতি তাড়াতে বা তাদের উপর নজর রাখতে গাছে যে মাচা বাঁধা ছিল, তাতেই ঠাঁই নেন ওই সাত জন। করোনার আতঙ্কে শিহরিত গ্রামের লোকেরা জানান, ওই যুবকদের বাড়ির লোকজন তাদের জন্য গাছের নীচে রান্নার সামগ্রী রাখার ব্যবস্থা করে দেন। যাতে প্রয়োজনে গাছ থেকে নেমে নিজেরাই খাবার তৈরি করতে পারেন।


যুবকদের এক জন চেন্নাইফেরত বিজয় সিংহ লায়া বলেন, আমরা সাত জনই সুস্থ ছিলাম। কোনো অসুবিধাই হচ্ছিল না।


গাছে থাকার খবর স্থানীয় প্রশাসনের কানে যেতেই সেখানে হাজির হন তারা। এর পর সাত জনকেই নামিয়ে তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে বলা হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com