শিরোনাম
এবার লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ২২:২৬
এবার লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালি ও স্পেনের পর এবার লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে৷ দেশটিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে ৷


ফ্রান্সে মৃত্যুর সংখ্যা এখন ১,১০০। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩০৪। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। চীন, ইরান, ইতালি, এবং স্পেন এর পরে করোনাভাইরাসের ত্রাস নিয়ে বিশ্বের নজর এখন এই দেশে।


এরপর যুক্তরাষ্ট্রেও শুরু হতে পারে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই মারা গেছে ৭৮৫ জন। আক্রান্ত ৫৫ হাজার ৮১ জন।


ইউরোপে যুক্তরাজ্য এবং নেদারল্যাণ্ডস এর অবস্থাও খারাপ হচ্ছে। যুক্তরাজ্যে ইতিমধ্যেই ৪৩৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৮২২৭ জন। নেদারল্যাণ্ডস-এ মারা গেছে ২৫৬ জন। আক্রান্ত ৬৪১২ জন।এছাড়া, অস্ট্রিয়া এবং বেলজিয়ামেও আক্রান্তের সংখ্যা ৫ হাজারে পৌঁছে গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com