শিরোনাম
পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মৃত্যু
প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ০৮:৫৩
পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে এক করোনারোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এই প্রথম কোন করোনারোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।


সোমবার (২৩ মার্চ) দুপুরে কলকাতার সল্টলেকের আমরি হাসপাতালে তার মৃত্যু হয়। ভেন্টিলেশনে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত এই প্রথম মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। সোমবার সকালে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে আরো তিনজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি এক শ্রমিক বলে জানা যাচ্ছে। আরো একজন দমদমের নাগেরবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি এক প্রৌঢ়।


এদিন কলকাতা সংলগ্ন ইএম বাইপাস সংলগ্ন রুচিরা আবাসনের বিদেশ ফেরত এক বাসিন্দাকেও করোনা আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com