শিরোনাম
এবার ইরানের ভাইস প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫
এবার ইরানের ভাইস প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির পর দেশটির নারী ও পরিবার কল্যাণ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।


এর আগে, গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি ধরা পড়ে।


ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা আক্রান্ত ২৫৪ জনের একজন মাসৌমেহ এবতেকার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।


প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে তেহরানে নিযুক্ত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় ইরানের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধিক পরিচিতি পেয়েছিলেন ইংরেজিতে পটু ইরানি ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com