শিরোনাম
সিএএ: বাংলাদেশী ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭
সিএএ: বাংলাদেশী ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাগরিগত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে আন্দোলনকারীদের পক্ষে অংশ নেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক বাংলাদেশী ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে কুষ্টিয়ার মেয়ে আফসারা আনিকা মিম ২০১৮ সালে কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইনে পড়তে যান।


টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব সংশোধন আইনবিরোধী ওই বিক্ষোভের ছবি ফেইসবুকে পোস্ট করার পর থেকে ওই ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রলের’ শিকার হচ্ছেন।


গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও শিক্ষক নতুন আইনটির বিরুদ্ধে ক্যাম্পাসে বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল বের করে। ১৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি নিবন্ধকের আঞ্চলিক কার্যালয় থেকে আফসারাকে চিঠি পাঠিয়ে ভারত ছাড়তে বলা হয়।


এসময় তাকে বলা হয়, স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে পড়তে এসে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে বাংলাদেশী পাসপোর্টধারী আফসারা আনিকা মিম তার ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তাকে ১৫ দিনের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com