শিরোনাম
মাহাথিরকে নয়, আনোয়ারকে পাকাতানের সমর্থন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৯
মাহাথিরকে নয়, আনোয়ারকে পাকাতানের সমর্থন
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকাতান হারাপান কোয়ালিশনের সব এমপি আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন।


সংবিধান অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন দেশটির রাজা। তার আগে তিনি সব এমপির সঙ্গে আলাদাভাবে কথা বলছেন।


দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজার সঙ্গে আলাপকালে পাকাতান হারাপানের কোনো এমপি মাহাথিরের নাম বলেননি।


মাহাথির মূলত ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান। বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপক্ষেই নির্বাচন করেন। যোগ দেন আনোয়ারের পাকাতান হারাপান কোয়ালিশনে।


মাহাথিরের আগের আমলে সমকামিতার অভিযোগে জেল খাটা এই আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুত দিয়ে মূলত ক্ষমতায় আসেন দেশটির কিংবদন্তি নেতা। কিন্তু এতদিন বাদেও ক্ষমতা হস্তান্তর করেননি তিনি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেছেন বিষয়টি নিয়ে।


এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার সকালে মাহাথির পদত্যাগ করেন। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com